ঢেউ : অনীক রুদ্র
ঢেউ উঠছে, ঢেউ আসছে
সঙ্গে ফেউ
একসময় আর কেউ,থাকবে তো না!
তটে ঢেউ এসে আছড়ে পড়ার আগেই
ঢেউ এর মুন্ডু ফেটে যাবে
ডুবেও যেতে পারে তটরেখা
এগুলো সেই সম্ভবনার কথা
কথা, অতীত অভিজ্ঞতারও
কেউ কেউ কেঁউকেঁউ করে বলছে—
দুনিয়ায় বড়ো ব্যবসায়ীরা কয়েকজন
সংগঠিত হচ্ছে
জি-ডি-পি কমছে শস্যের, যত্রতত্র
বুদ্ধুদের, শয়তানের ছত্রছায়ায়
ব্যবসা এখন তুঙ্গে
এবার চুপ।।
Comments