Print This Publication

A Photologue with Somolekha—Inam Hussain Begg Mullick

Poetry: Somolekha Photography:  Inam Hussain Begg Mullick 


ছুঁয়ে থাকা লালপেড়ে গরদ
আর নিভে আসা প্রদীপের কালো!


রজনীগন্ধা সেই রাত কালোয়-
আশ্চর্য আলোয় ভোরে রেখেছিলো


লাল মাটির পথে কই
লাল মনের মানুষ…
লাল আকাশে উড়ছে দেখো
ভালোবাসার ফানুস


বসন্তের চেনা ছবি, হাতের ওপর হাত
মখমল রোদের ঝিরিঝিরি,
একবার তাকাবে?


কুন্ঠা ভুলে আজ নাচে অবিরত-
রোদ ঝলমল, সাদা পেঁজা তুলো,
সাদা পায়রা আজ ওড়ালো কে বলো





Comments