Print This Publication

তানিয়া চক্রবর্তীর কবিতা

 


কবি  


সমস্ত শরীর থেকে বেরিয়ে যাক অন্ধকার 

ভূত্বক ভাগ হয়ে উচ্ছল জল আসুক 

বেরিয়ে পৃথিবীর বাইরে যে-আলাে 

তা তােমার জন্য সঞ্চিত হল কবি, 

ছড়িয়ে গেল সৌরবংশে... 

বিজিত শাসকের ঘরে ঈশ্বর মরে গিয়ে

কৃষি মায়ের ঘরে জন্মায় কবি....


মান  


গুরুদর্শন হলে শরীর তপ্ত হয়

তপ্ত বিভাজনে খসে যায় পাহাড়ি 

জল জলের বুকে রােজ নাম লিখি 

মনের আহ্লাদে ওরা ভেসে যায় 

আবার আঁক কষি জলের পাহাড়ে....


রাহুকেন্দ্রিক ঋতুকাল, শুধু বিঘে দুই, ২০১৬




Comments

Popular Posts