তানিয়া চক্রবর্তীর কবিতা
কবি
সমস্ত শরীর থেকে বেরিয়ে যাক অন্ধকার
ভূত্বক ভাগ হয়ে উচ্ছল জল আসুক
বেরিয়ে পৃথিবীর বাইরে যে-আলাে
তা তােমার জন্য সঞ্চিত হল কবি,
ছড়িয়ে গেল সৌরবংশে...
বিজিত শাসকের ঘরে ঈশ্বর মরে গিয়ে
কৃষি মায়ের ঘরে জন্মায় কবি....
মান
গুরুদর্শন হলে শরীর তপ্ত হয়
তপ্ত বিভাজনে খসে যায় পাহাড়ি
জল জলের বুকে রােজ নাম লিখি
মনের আহ্লাদে ওরা ভেসে যায়
আবার আঁক কষি জলের পাহাড়ে....
রাহুকেন্দ্রিক ঋতুকাল, শুধু বিঘে দুই, ২০১৬
Comments