Print This Publication

ঋপণ চন্দের কবিতা













ঝম নেমেছে দূরের ক'রে

আলতো আলোকরেখা

মেঘের সাথে খুনসুটি তার

মেঘের কাছেই শেখা

উড়তে বইতে ঝরতে আর 

ঢুকে আসতে ঘরে

সুরের রূপে চুপেচুপে

মধ্যরাতের পরে

মেঘেই পাওয়া কুড়িয়ে পালক

মেঘেই পাওয়া ঝিল

বসলে পাড়ে দেখতে থাকা

দু'জনায় কি মিল

মেঘের মত জুমের গায়ে

বুলিয়ে শুশ্রূষা 

সে তার গান গুনগুনায়

সন্ধ্যা কিবা ঊষা 


উলু লেগে আছে সন্ধ্যালতায়


মহানিমের পাতায়

শেষ আলোর কাঁপ


আমাকে খুঁজছে কেউ

মনের বনানীতে


হাওয়া বইছে সাপ


তোমার ঘুমের ফড়িং 


আমার জানালায়

বসে থাকে ঠায়


ছুঁতে গেছি যেই


উড়ে যায়


ঘুম ভাঙতেই


Comments