Print This Publication

জবানবন্দি, আষাঢ়স্য প্রথম দিবসে : বিশ্বজিৎ চট্টোপাধ্যায়





জবানবন্দি, আষাঢ়স্য প্রথম দিবসে


সারাদিন বৃষ্টি পড়ে ঘুমের ভিতর

আষাঢ়ের প্রথম দিনেই হচ্ছেটা কী!

আমি এক নদীর পাড়ে নৌকা আঁকি

মৃদু জ্বর, চান করিনি, অল্প শীতও..

শীতে তার সমস্যা হয়, শায়ন যদি

শিয়রেই বৃষ্টি নামায়, ইলশেগুঁড়ি

সারারাত চাঁদ ওঠেনি, অন্ধ পুলিশ

হৃদয়ে ঝলসে ওঠে আয়ান রশিদ


ছেলেটা শহিদ হবে আজ বিকেলেই

মনে নেই, প্যালেস্তাইন, সানদিয়াগো?

এখনও ঘুমিয়ে আছ? এবার জাগো

মিমিকে ই-মেইল করে আর কী পেলে?


দু-পাড়েই ভাঙছে নদী খুনখারাবি

আমি ওই নদীর গায়ে নৌকা আঁকি


কপিরাইট বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

১লা আষাঢ়

Comments