Print This Publication

'গান দিয়ে যে তোমায় খুঁজি'- একটি আলোচনা—অরিত্রিক দত্ত চৌধুরী

 





'গান দিয়ে যে তোমায় খুঁজি'- একটি আলোচনা

বাঙালির রবীন্দ্রচর্চা একবিংশ শতাব্দীতে মূলত “তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি”তে উপনীত হয়েছে। কপিরাইটের অবলুপ্তি কিম্বা দৃষ্টিভঙ্গির, রবি ঠাকুরের রথ কালের যাত্রায় নিত্যই উধাও হচ্ছে ক্রমে ক্রমে। 
এমন দিনে তারে বলা যায় আজও মৈনাক চক্রবর্তীর মত কিছু রবীন্দ্রপ্রেমী রয়েছেন যাঁরা ভানুসিংহকে ভানু সিং লিখে ইয়েলো জার্নালিজম করছেন না আবার চোখ বন্ধ করে “রাবীন্দ্রিক” আখ্যা দিয়ে রবীন্দ্রনাথকে আধুনিকতা-বিরোধিতার কাঠগড়াতেও দাঁড় করাচ্ছেন না। কেবল নিজের চেতনার রঙে রবি ঠাকুর সৃষ্ট চুনি পান্না কুড়িয়ে নিয়ে নিজের চেতনার রঙে তাদের রাঙিয়ে তুলছেন।
অনুরূপ প্রচেষ্টাই মৈনাক করেছেন তাঁর রবীন্দ্র অর্ঘ্য “গান দিয়ে যে তোমায় খুঁজি”-র মধ্য দিয়ে। বইটি প্রকাশিত হয়েছে পেনপ্রিন্টস পাবলিকেশন থেকে। 

পাঠকহৃদয়ের বিজন আকাশে রবিঠাকুরের যে মহাসন আলোতে ঢাকা, তাতে বিচ্ছুরণ ঘটায় মৈনাকের পরগঠনবাদী ভাবনার স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ। কবির গানে যে ভাব, রস, মোহ এবং বিশ্বব্যাপ্তি-তাকে অক্ষুণ্ণ রেখেই নতুন করে ভেবেছেন লেখক, আমাদেরও ভাবিয়েছেন। 
প্রতিদিনের রবীন্দ্রনাথকে নতুন করে চিনতে ও ভাবতে শেখায় এই বই। এভাবেই পাঠকের প্রতিক্রিয়ার আলোয় প্রাণের প্রদীপ জ্বালিয়ে ধরায় আসেন সাধক রবীন্দ্রনাথ, কখনও বা প্রেমিক রবীন্দ্রনাথও।

যিনি অনন্ত প্রাণসাগরে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাঁকে এমনভাবে কুর্নিশ জানানোর জন্য মৈনাককে সাধুবাদ জানাতেই হয়। লেখার ভঙ্গি রাবীন্দ্রিক নয়, খুবই সমসাময়িক। তবে তাতে চমকপ্রদভাবে মিশে রয়েছেন গুরুদেব।

মৈনাকের লেখা পড়লে বোঝা যায়, এ পূজায় অর্পণ আছে সমর্পণ নেই, অনুপ্রেরণা আছে আত্মাহুতি নেই; অনুরাগ সীমায়িত করেনি ব্যাপ্তিকে।

ড. তানিয়া দাশের গীতসুধারসে সিক্ত ও অঙ্কিতা সান্যালের চিত্ররেখাডোরে ঋদ্ধ মৈনাকের এ অন্বেষণ পাঠককে সাথে নিয়ে বোধ-তীর্থে চলে জন কিটসের মত, তীর্থের কাকের মত বিশ্লেষণের অপেক্ষায় বসিয়ে রাখেনা। 

যাঁদের মন-ঘরের দাওয়ায় রবীন্দ্রভক্তির খাঁচাখানা মৃদু হাওয়ায় দুলছে, তাঁদের অন্তরেও এই দু মলাটে রবীন্দ্র-যাপন নতুন চিন্তার জোয়ার আনবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। 

প্রকাশককে সাধুবাদ জানাই এমন লেখা নিয়ে কাজ করার উৎসাহের জন্য। উত্তর-বিংশ শতাব্দীর তথাকথিত মিলেনিয়ালস আর জেন–আলফার কাছে রবীন্দ্রনাথকে অবিনশ্বর ও প্রাসঙ্গিক করতে “গান দিয়ে যে তোমায় খুঁজি” উল্লেখযোগ্য ভুমিকা নেবে এ বিশ্বাস না রাখার কোন অবকাশ মৈনাক দেননি।

অরিত্রিক দত্ত চৌধুরী

অধ্যাপক, লেখক, গবেষক






Comments