Print This Publication

মোরা উৎসব মুখর আজ—কুণাল রায়





মোরা উৎসব মুখর আজ


মোরা উৎসব মুখর আজ,

উমা ফিরিয়া গিয়েছে পতিগৃহে,

রইয়াছে অসংখ্য স্মৃতি বিন্দু

চেতনার সৈকতে!

মোরা উৎসব মুখর আজ!


তবুও গ্লানি মুছিয়া ফেলিয়া,

আরো একবার একত্রে হইয়া,

দেবীকে বরণ করিয়া লইব

আরো একবার, বহুবার!

উমা আজ কালী রূপে -

করালবদনা -

মন্দিরে মন্দিরে পূজিতা তিনি,

ভক্তকুলের সমাগমে 

আনন্দিত আনন্দময়ী ভগবতী!

চারিদিক আলোয়ে ঝলমল,

মৃষ্ট্যান্য বিনিময়,

শুভেচ্ছা অনন্ত,

আসিয়াছে দীপাবলি -

শৃঙ্খল মুক্ত এই আত্মা,

আঁধার ঘুচাইয়া,

রোশনাইতে উন্মোচিত

 এই মানব দিগন্ত!

অশুভ নাশ হইয়া

জগতে ফিরিয়া আসুক সুখ ও সমৃদ্ধির স্রোত!


কথিত আছে রাম ফিরিয়া আসিয়াছিল

এই পবিত্র দিবসে,

প্রদীপের আলোয়ে 

সাজিয়া উঠিয়াছিল

অযোধ্যা নগরী!

পূর্ণতা পাইয়াছিল এই ধরা!


দিবস কাটিয়া যায়,

আছে রজনী,

অমৃতের বন্ধন

সাথে লইয়া

ভ্রাতা এবং ভগিনীর: 

নাম যাহার ভ্রাতৃদ্বিতীয়া! 


চলিতেছে অবিরাম

এই ঐতিহ্য ধারা,

সমস্ত বৎসর

অপেক্ষা করিয়া থাকি -

উৎসবের এই প্রাচুর্যে

সমর্পণ করিবার অভিপ্রায়!

অনন্ত হইয়া উঠুক এই কাল,

অনন্ত হইয়া উঠুক বাণীর বন্দনা,

অনন্ত হইয়া উঠুক জীবনের মন্ত্রধ্বনি!!


                                 - কুণাল রায়।


( সহ অধ্যাপক, ইংরেজি ও কমিউনিকেশন বিভাগ, জর্জ গ্রুপ অফ কলেজেশ, কলকাতা)

Comments