Print This Publication

Poems—Somolekha


 সম্মান 


এসো সম্মান,

তোমায় নিয়ে খেলা করি,

তোমাকে জলের দামে বেচে দিয়ে,

মাথা হেঁট করে বাড়ি ফিরি …

মেয়েদের জামা কাপরের দোহাই দিয়ে,

রাস্তায় অসভ্যতা করি,

মিথ্যে নাটক জমিয়ে পসার বাড়াই

দাঙ্গাবাজদের !


এসো সম্মান তোমায় গড়িয়ে দি মাঠে,

সংস্কৃতির নাম নেপোটিজম খেলি-

মেয়েদের দরজা বন্ধ করে,

রাতে কালীপুজো করি 

বইপত্তর ভাসিয়ে দিয়ে কদর্য চটি বই লিখি;

শিক্ষক পেটাই, ডাক্তার মারি ,

বৃদ্ধর ধুতি খুলে নিই চাঁদা না দিলে 

তারপর অসুরের মতো অট্টহাসি দি, সোনার দাঁত দেখিয়ে…


এসো সম্মান তোমায় কালিমা লিপ্ত করি,

বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে…

বাংলা খেয়ে পরে থাকি ড্রেন- এ !

সোশ্যাল মিডিয়া তে জামাকাপড় খুলে নেচে  জমাই দর্শক,

আর আগামী প্রজন্ম কে দি মিথ্যে প্রতিশ্রুতি ;

তারপর বাড়ি ফিরে মুখ অন্ধকার করে বৌ পেটাই l

লোকের টাকা ট্যাক্সের নামে চুরি করি,

তারপর রাজপ্রাসাদ বানিয়ে রাজভোগ খাই ;


এসো সম্মান, তোমার দিন ফুরিয়েছে…

তোমার আয় কমে গেছে অনেক 

ভেবে দেখেছো ?

তোমায় আজ খোয়ানোটাই সহজ বোধহয়!

শিরদাঁড়ায় তেমন জোর নেই আমাদের,

খুব সস্তা আমাদের প্রাণ, বাঁচতে হলে,

মাথা হেঁট করে বাড়ি ফেরাই শ্রেয়-

আত্মগ্লানি কে বোলো দড়ি কলসি নিতে!


Moonbow

 

The clinquant decorations of the festivities

A reminder, filled me with more fatigue

An upcoming event, a charade

I picked up a cigarette

Where is the fucking ashtray?

Why can’t I ever find it,

The window sill…

The cat is incessantly licking its feet

The telephone buzzes-“Hello”

More lassitude, “oh hey?”

Why do I have to sound so happy

whenever Mr. Sean calls? So phony!

“Happy Birthday, when’s the party?”

The window, the moonbow, glowing

I need to find myself…fast…

What’s the point in turning thirty?


Comments