Print This Publication

পুজোর প্রেম—সোমোলেখা



শরৎ মাখা পুজোর রোদে,

মনের মিলন, আতর লেখা

ঢাকের তালে, আলোর জালে,

আনন্দ গান আছে আঁকা 


স্বপ্নমনে বিলাস বহুল;

আদর রাখা, বাক্সে ভরা,

নতুন শাড়ির ভাঙা পাড়ে

নকশিকাঁথা যত্নে গড়া-


আলতা রাঙা লাজুক পায়ে 

আলতো হাতের পরশ পেয়ে,

শান্তি পেলো, প্রেমিক হৃদয়, 

শান্ত হল দামাল মেয়ে !


বাঁধন হারা খুশির ভোরে,

পাঞ্জাবি আর বোতাম রাখা

জগৎ মায়ের পুজোর ক্ষনে,

দু মুঠো প্রেম পড়তে শেখা…


Comments

Popular Posts