কঠিন—সোমোলেখা
এক জীবন ধরে যুদ্ধর শেষে,
এক মহাশূন্যের মতো উপনিবেশ যাপন,
তার কিনারায় তুমি ছিলে বসুন্ধরা -
কত আতরের গন্ধ তোমার মোনালিসা হাসিতে…
কি বললে তুমি আমায় বুকে আগলে ভালোবাসবে,
ভাবতে ভাবতে কতই না গল্প ফেঁদেছি
না তবে ভালো তুমি এমনি বেসেছিলে, গল্প শুনে নয়-
তুমি ঠিক বুঝে ফেলতে, ধরে ফেলতে বলো?
কিন্তু চলে যাওনি কোনোদিন;
আচ্ছা তুমি সব জেনেও কোনোদিন কিছু প্রশ্ন করোনি কেন!
কাল কেউটের ফণা তোলা বিশাল কঠিন দিন -
আর শাঁখের করাতের মতো কাঁটা হয়ে বাঁচা;
তুমি এমন করে কিভাবে ভালো বাসলে বসুন্ধরা ?
তোমায় অনেক কষ্ট দিয়েছি কি?
বিশ্বাস করো আমি শুধুই তোমায় ভালোবাসতে চেয়েছিলাম,
এমন সময় ভুলে, মন ভুলে তোমাকে আঁকড়ে ধরেছি
তুমি এতো আটপৌরে আমেজে আমায় কাছে টানলে
মন কুহক মন্ত্রে মুগ্ধ, এগিয়ে গেলো …
কিচ্ছু চাওয়ার দরকার হলোনা
তুমি দিলে, সবটুকু!
©সোমোলেখা
Comments