Print This Publication

আচ্ছে দিন—অনীক রুদ্র

আচ্ছে দিন

আতাক্যালানের মতো হাতে একটা
আড়-বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন।
                                        বাঁকেবিহারী 
পাশে রাধা, ললিতা-বিশাখা বা বিপাশার মতো
কেউই নেই, স্বতীয়া পরকীয়া...নিদেন বাঁশির
সুর শোনাবার মতো আবেগপ্রবণ, তোমাই দেওয়ার মধ্যে,
নিকম্মা লোকদের প্রশংসা শুনতে শুনতে হায় রে 
বেঁকে গেছে তার বহু ফুটো-ভৰ্তি বাঁশিটাও 
তবু গুণীজনরা বলেন, এই ভঙ্গিমা বা পৌঁজটাই হল আসল
বাঁশি কে বাজাচ্ছে, বড়ো কথা নয়।

তাই তো ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে দলে দলে
কাম-পাগলিনিরা
হেম কি নিকথিত হচ্ছে তানের দোপাট্টা বা ট্রাউজার থেকে
অনুদ্ভ্রান্ত?

শ্রীযুক্ত বাঁকেবিহারী বাজিয়ে চলেছেন
বাঁশুরি, কিন্তু আছোলা বাঁশ অথবা ভায়াগ্রা-নায়াগ্রার 
আন্তর্জাতিক প্রচার নয় এটা, তা সেই বংশীবাদক
বিলক্ষণ জানেন

রকেট উৎক্ষেপণে আমরাও এখন স্বনির্ভর
ভাইরাল সমস্ত ভি-ডি আর ভিভিয়োর হাত ধরে
শুভদিন আসছে

অসহিশ্নু, আকাশ প্রকাশনা 

Comments